নভেম্বরে রেমিট্যান্স এলো ১৯৩ কোটি ডলার

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
সদ্য সমাপ্ত হওয়া নভেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছে ১৯৩ কোটি ডলার (যা প্রতি ডলার ১০৯ টাকা ৭৫ পয়সা দরে যার পরিমাণ ২১ হাজার ১৮১ কোটি ৭৫ লাখ টাকা)। গেল বছরের নভেম্বরে এসেছিল প্রায় ১৬০ কোটি ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে সবচেয়ে বেশি ১৭২ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার এসেছে বেসরকারি ব্যাংকের মাধ্যমে।
বিজ্ঞাপন
এছাড়া রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে ১৪ কোটি ৪২ লাখ ৬০ হাজার ডলার, বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে এক ব্যাংকের মাধ্যমে এসেছে পাঁচ কোটি ৩১ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে শেয়ার ৫৯ লাখ ২০ হাজার ডলার।
বিজ্ঞাপন
জেবি/এসবি