কাল ১৪ দলের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৯:১৩ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৩


কাল ১৪ দলের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের সভা ডাকা হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন।


গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ দলের অন্যতম নেতা এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।  এতে জোটবদ্ধ নির্বাচন এবং আসন সমঝোতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।


আরও পড়ূন: স্বতন্ত্র প্রার্থীদের বহিষ্কারের সিদ্ধান্ত হয়নি: কাদের


আগামী দ্বাদশ নির্বাচনে ১৪ দলের জোটসঙ্গীদের সঙ্গে আ. লীগের আসন সমঝোতা হবে কি না, তা ইতোমধ্যেই সামনে চলে এসেছে। বিষয়টি নিয়ে ১৪ দলের জোটসঙ্গীদের মধ্যে কিছু সংশয় দেখা দিয়েছে। সে প্রেক্ষাপটে এ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।


আরও পড়ূন: বিএনপির সামনে কোনো রাস্তা খোলা নেই বললেন হানিফ

 

১৪ দলের এ সভা সম্পর্কে জানতে চাইলে রাশেদ খান মেনন গণমাধ্যমে জানান, “আগামী ৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় ১৪ দলের সভা অনুষ্ঠিত হবে। এটুকুই জানি, এর বেশি কিছু বলতে পারব না।”


এ বিষয়ে ১৪ দলের আরেক নেতা হাসানুল হক ইনু গণমাধ্যমকে জানান, মূলত জোটের বিষয়টি আলোচনায় প্রাধান্য পাবে। আসন ভাগাভাগির বিষয়টি হয়তো পরে আলোচনা হতে পারে।


জেবি/এসবি