শাহজাহান ওমরকে সমর্থন দেয়ায় বিএনপির ৩ নেতাকে বহিষ্কার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:১০ অপরাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৩


শাহজাহান ওমরকে সমর্থন দেয়ায় বিএনপির ৩ নেতাকে বহিষ্কার
বিএনপির ৩ নেতা। ফাইল ছবি

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মোহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তমর হঠাৎ করে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে নৌকা প্রতীকের প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেওয়ায় তাকে সমর্থন জানিয়ে তার কার্যক্রমে অংশ নেওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির দুই নেতাকে অব্যাহতি ও ছাত্রদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। 


রবিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক মো. সৈয়দ হোসেন ও সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন এর সিদ্ধান্তে অব্যহতি প্রদানের অনুমোদনে ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাডভোকেট মো. মিজানুর রহমান মুবিন এর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।


অপরদিকে ঝালকাঠি জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান খান ও সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপুর সিদ্ধান্তে বহিষ্কার প্রদানের অনুমোদনে ঝালকাঠি জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম তারেক এর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।


অব্যাহতিপ্রাপ্তরা হলেন, রাজাপুর উপজেলা বিএনপির (১) যুগ্ম সাধারণ সম্পাদক মো. হেমায়েত হোসেন সেলিম ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. সামছুল আলম মানিক। বহিষ্কারকৃত হলেন, রাজাপুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মাহিম হোসেন।


ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন জানান, রাজাপুর উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সামছুল আলম মানিক গতকাল রাতে ফেইসবুক লাইভে এসে শাহজাহান ওমরকে সমর্থন জানিয়ে তার পক্ষে নৌকার নির্বাচন করার কথা জানান এবং যুগ্ম সম্পাদক হেমায়েত হোসেন সেলিম আজকে নির্বাচনি বাছাই কার্যক্রমে থাকাসহ বিভিন্ন কার্যক্রমে শাহজাহান ওমরের সাথে ছিলেন। যা দলীয় সিদ্ধান্তবিরোধী ও শৃঙ্খলা ভঙ্গের শামিল। যার কারণে তাদের দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।


ঝালকাঠি জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন বলেন, দলের শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত থাকায় তাদেরকে দলীয় পথ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। যাহারা দলের পরিপন্থী কার্যক্রমের অংশগ্রহণ করবে তাদের সবাইকেই অব্যাহতি প্রদান করা হবে।


উল্লেখ্য, শাহজাহান ওমর বিএনপির প্রতিষ্ঠাকালিন সদস্য ছিলেন। দলের মনোনয়ন নিয়ে ৫ বার সংসদ সদস্য ও ১ বার আইন প্রতিমন্ত্রী হয়েছেন। ১৯৭৯ সাল থেকে এ পর্যন্ত বিএনপি যে কয়টি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছে ২০০৮ সালের নির্বাচন বাদে সব কয়টি তিনি নির্বাচনে দলের ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী হয়েছেন। 


আরএক্স/