মাগুরা-১: সাকিব আল হাসানের মনোনয়ন বৈধ ঘোষণা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:১৫ পিএম, ৪ঠা ডিসেম্বর ২০২৩

মাগুরা-১ আসনে আ. লীগ মনোনীত প্রার্থী ও জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
আরও পড়ুন: আ.লীগ সরকার দুর্বল সরকার নয়: হানিফ
সাকিব আল হাসান ছাড়াও মাগুরা-১ আসনে আরও ৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এরমধ্যে মধ্যে ৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তবে, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রার্থী সঞ্জয় কুমার ভাদুড়ির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
আরও পড়ুন: ১৪ দলের যোগ্য প্রার্থীকে ছাড় দেওয়া হবে: কাদের
এর আগে, গেল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন সাকিব আল হাসান।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

সরকার কি সেনাবাহিনীকে ভয় পাচ্ছে: হাসান আল মামুন

ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে যা বললেন নাহিদ

চার্লি কার্ক হত্যায় গভীর শোক ও নিন্দা জানালেন তারেক রহমান

"সরকারই কি নির্বাচন বানচালের পথে? সন্দেহ প্রকাশ ফারুকের"
