Logo

৮ মামলায় আগাম জামিন পেলেন নিপুণ রায়

profile picture
জনবাণী ডেস্ক
৫ ডিসেম্বর, ২০২৩, ০১:৪৮
41Shares
৮ মামলায় আগাম জামিন পেলেন নিপুণ রায়
ছবি: সংগৃহীত

পৃথক ৮ মামলায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীকে আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট

বিজ্ঞাপন

গত ২৮ অক্টোবর বিএনপি'র এক দফা দাবির মহাসমাবেশকে কেন্দ্র করে নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় করা পৃথক ৮ মামলায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীকে আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আগামী ১১ জানুয়ারি পর্যন্ত তাকে আগাম জামিন দেওয়া হয়েছে। ওই সময়ের মধ্যে তাকে নিম্ন আদালতে হাজির হতে বলা হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আদালতে জামিন আবেদনের শুনানি করেন নিপুণের বাবা অ্যাডভোকেট নিতাই চৌধুরী। সঙ্গে ছিলেন তার ছোট ভাই ব্যারিস্টার দেবাশীষ রায় চৌধুধী। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান মনির।

এ বিষয়ে আপিল আবেদন করা হবে কি না অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আলোচনার পর সিদ্ধান্ত নেয়া হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রাজধানীর রমনা ও পল্টন থানায় সাতটি এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের করা এক মামলায় তাকে জামিন দেওয়া হয়। অ্যাডভোকেট নিতাই চৌধুরী জামিনের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

নিপুন রায়ের বাবা নিতাই চৌধুরী বলেন, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়। তার বিরুদ্ধে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও নাশকতার অভিযোগে রমনা ও পল্টন থানায় সাতটি এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা হয়। এসব মামলায় আগাম জামিন আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করে আদেশ দেন।

বিজ্ঞাপন

জেবি/এজে

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD