একদিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮:৫০ অপরাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২৩
একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের প্রাণহানি হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও ৫৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, একদিনে দেশে ৫৩৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১০৮ জন ও ঢাকার বাইরে ৪২৯ জন। একই সময়ে দেশে ৫৭৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ১২০ জন ও ঢাকার বাইরে ৪৫৮ জন।
আরও পড়ুন: খালি পেটে ঘি খেলে যেসব উপকার মেলে
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিনে ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত একজন ঢাকায় ও আরেকজন ঢাকার বাইরে। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৬৪৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৯৪ জন ও ঢাকার বাইরে ৬৯৪ জন।
জেবি/এসবি