রংপুর মেডিক্যাল কলেজ পরিদর্শনে বিএসএমএমইউর উপাচার্য
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:৪৫ অপরাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২৩
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ অত্র বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রংপুর মেডিক্যাল কলেজ পরিদর্শনে গিয়েছেন।
শনিবার (৯ ডিসেম্বর) মেডিক্যাল কলেজে গ্যাস্ট্রোএন্টারোলজি ও এ্যান্ডোক্রাইনোলজি বিষয়ক এমডি কোর্স, অর্থোপেডিক সার্জারি ও ইউরোলজি বিষয়ক এমএস কোর্স, বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিষয়ক এমডি কোর্স অধিভুক্তির বিষয়ে সিদ্ধান্ত হবে। এছাড়া রংপুর মেডিক্যাল কলেজে চলমান এমডি, এমএস, এমফিল ও ডিপ্লোমা কোর্স মূল্যায়ন করবেন এ সংক্রান্ত গঠিত পর্যবেক্ষণ দল। এছাড়াও দীপ ইনস্টিটিউট অফ কমিউনিটি অফথালমোলজিতে ডিপ্লোমা ইন অফথালমোলজি কোর্স অধিভুক্তির বিষয়টি পর্যবেক্ষণ করবেন এ সংক্রান্ত পরিদর্শন টিম।
আরও পড়ুন: বিএসএমএমইউ এ বিশ্ব সোরিয়াসিস দিবস পালিত
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেনসহ বিভিন্ন পরিদর্শন টিমে রয়েছেন মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (পরিদর্শন) অধ্যাপক ডা. জাফর খালেদ, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আনওয়ারুল কবীর, ঢাকা মেডিক্যাল কলেজের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. হাফেজা আফতাব, এন্ডোক্রাইনোলজি এন্ড মেটাবলিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. ইন্দ্রজিত প্রসাদ, অফথালমোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. মোস্তাক আহম্মদ, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের ইউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সুদীপ্ত দাসগুপ্ত, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমালজি এ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন এর অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম, বিএসএমএমইউর অর্থোপেডিক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শফিকুল আলম, চক্ষু বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আব্দুল ওয়াদুদ, কমিউনিট অফথালমোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শওকত কবীর, বিএসএমএমইউর বেসিক সাইন্স ও প্যারাক্লিনিক্যাল সাইন্স অনুষদের কোর্স ডাইরেক্টর অধ্যাপক ডা. জিললুর রহমান, বিএসএমএমইউর অধ্যাপক ডা. মো. মতিউর রহমান, সহযোগী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম, সহযোগী অধ্যাপক ডা. আফিয়া শাহনাজ প্রমুখ।
আরএক্স/