জলবায়ু ক্ষতি কমাতে ৪০ কোটি ডলার ঋণ দেবে এডিবি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:০৫ অপরাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২৩
জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ক্ষতির পরিমাণ কমাতে ৪০ কোটি ডলারের ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ১০৯ টাকা ৮৩ পয়সা ধরে বাংলাদেশী মুদ্রায় ঋণের পরিমাণ দাঁড়ায় ৪ হাজার ৩৯৩ কোটি টাকা।
জাতীয় অভিযোজন পরিকল্পনা (২০২৩-৩০৫০) বাস্তবায়নে ঋণ ব্যবহার করা জলবায়ু কেদ্রিক অন্তর্ভুক্তিমূলত উন্নয়ন অর্জনের জন্য ঋণটি অবদান রাখবে।
শুক্রবার (৮ ডিসেম্বর) এশীয় উন্নয়ন ব্যাংক ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়।
এডিবি জানায়, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের জন্য বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম। বার্ষিক গড় ক্ষতির প্রায় ৩ বিলিয়ন ডলার রেকর্ড করে। জলবায়ু টেকসই অন্তর্ভুক্তমূলক উন্নয়ন কর্মসূচির প্রথম উপ-প্রোগ্রাম বাস্তবায়ন করা হবে, যা বাংলাদেশকে তার জলবায়ু মোকাবিলায় শক্তিশালী করতে ও কম কার্বন অর্থনীতিতে রূপান্তর করতে সহায়তা করবে। গ্রিনহাউজ গ্যাস নির্গমন হ্রাস করতে ও লিঙ্গসমতা এবং সামাজিক অন্তর্ভুক্তিতে সহায়তা করবে।
আরও পড়ুন: মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৭.৫ শতাংশ করছে সরকার
এশীয় উন্নয়ন ব্যাংকের প্রিন্সিপাল পাবলিক ম্যানেজমেন্টের ইকোনমিস্ট আমিনুর রহমান জানান, জলবায়ুর ধাক্কা বাংলাদেশের প্রবৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনকে ব্যাহত করছে। বাংলাদেশ এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ এবং এশীয় উন্নয়ন ব্যাংক এ অঞ্চলের জলবায়ু তহবিল হিসেবে তার প্রচেষ্টায় বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত।
আরও পড়ুন: বেপজা অর্থনৈতিক অঞ্চলে ঔষধ উপকরণ কারখানা স্থাপন করবে চীনা কোম্পানি
তিনি আরও জানান, এই কর্মসুচি জলবায়ু অর্থায়নকে একত্র করার জন্য সক্ষম প্রতিষ্ঠানিক ও নীতিগত পরিবেশ তৈরি করবে। দেশের সামগ্রিক উন্নয়ন এজেন্ডায় জলবায়ু কর্মকে অগ্রাধিকার দেবে। সরকারকে কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবহন ও অবকাঠামো, নগর উন্নয়নসহ জলবায়ু সমালোচনামূলক খাতে সংস্কার বাস্তবায়নে সহায়তা করবে।
জেবি/এসবি