সন্ধ্যার পর ইবিতে উচ্চ শব্দে গানবাজনা নিষিদ্ধ
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০৩:৩৩ অপরাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২৩
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলসমূহে সন্ধ্যার পর উচ্চ শব্দে গানবাজনা নিষিদ্ধ করেছে প্রশাসন।
শনিবার (৯ ডিসেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে জানান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এইম আলী হাসান।
আরও পড়ুন: ইবির সিন্ডিকেটে নতুন তিন মুখ
তিনি জানান, শিক্ষার্থীদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে গত ৬ ডিসেম্বর উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন, টিএসসিসি’র পরিচালক অধ্যাপক ড. বাকী বিল্লাহসহ আট হলের প্রভোস্টবৃন্দ।
আরও পড়ুন: ইবি শাপলা ফোরামের নির্বাচনে বিজয়ী হলেন যারা
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ছেলেদের হলগুলোতে রাতের বেলায় উচ্চশব্দে গান বাজনার অভিযোগ অনেকদিনের। কয়েকদিন আগে কিছু শিক্ষার্থী এ বিষয়ে লিখিত অভিযোগ দিলে উপাচার্যের কাছে আমি বিষয়টি জানায়। সাথে সাথেই তিনি একটি সভার আয়োজন করেন।
সভায় উপস্থিত সকলের মতামত অনুযায়ী গানবাজনা বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। যদি কেউ এই সিদ্ধান্ত ভঙ্গ করে তাহলে তার বিরুদ্ধে প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
আরএক্স/