ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ, নারী প্রার্থীদের বাধা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:৫৩ পিএম, ৯ই সেপ্টেম্বর ২০২৫


ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ, নারী প্রার্থীদের বাধা
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বিভিন্ন কেন্দ্রে বিক্ষোভ করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী ও নেতাকর্মীরা।


মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রের সামনে বিক্ষোভ মিছিল করেন।


আরও পড়ুন: ভোট গণনায় কারচুপির অভিযোগে টিএসসিতে উত্তেজনা, এলইডি স্ক্রিন বন্ধ


এ সময় তারা ভোট চুরির অভিযোগ তুলে ‘সাদিক কায়েম ভোট চোর’, ‘শিবির ভোটচোর’ স্লোগান দেন। তবে সেখানে শামসুন্নাহার হলের নারী প্রার্থীরা বাধা দিলে উত্তেজনা সৃষ্টি হয়।


নারী প্রার্থীদের দাবি, আবিদুলের আনা অভিযোগ ভিত্তিহীন। তাদের ভাষ্য অনুযায়ী, শুরু থেকেই তারা কেন্দ্রে উপস্থিত ছিলেন এবং কোনো ধরনের কারচুপির ঘটনা ঘটেনি। ছাত্রদল হঠাৎ এসে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে বলেও তারা অভিযোগ করেন।


আরও পড়ুন: ছাত্রদলের প্রতি যে আহ্বান জানাল ফরহাদ


পরবর্তীতে ল্যাবরেটরি স্কুলকেন্দ্রে বাধার সম্মুখীন হলে ছাত্রদল সমর্থিত প্যানেল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবকেন্দ্রের সামনে গিয়ে আবারও বিক্ষোভ শুরু করে।


এএস