ডাকসুর ফলাফল ঘোষণায় যে কারণে বিলম্ব


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০১:৫৯ এএম, ১০ই সেপ্টেম্বর ২০২৫


ডাকসুর ফলাফল ঘোষণায় যে কারণে বিলম্ব
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণায় দেরি হচ্ছে বলে জানিয়েছেন উদয়ন স্কুল কেন্দ্রের কেন্দ্রপ্রধান অধ্যাপক শামীম রেজা। মঙ্গলবার রাতে সাংবাদিকদের তিনি বলেন, প্রযুক্তিগত কারণে ভোট গণনায় সময় বেশি লাগছে এবং মাঝরাত পার হয়ে যেতে পারে ফল প্রকাশে।


তিনি জানান, “একটি কেন্দ্রে ভোট গণনা শেষ হলে সেখান থেকে মেশিন এনে অন্য কেন্দ্রে গণনা দ্রুত করার চেষ্টা চলছে।”


আরও পড়ুন: ঢাবির প্রবেশমুখে ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী


এর আগে রাত পৌনে ১০টার দিকে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন জানান, ওএমআর মেশিনের মাধ্যমে সব কেন্দ্রে একসঙ্গে স্বচ্ছভাবে ভোট গণনা চলছে। তবে নির্দিষ্ট সময় জানানো যাচ্ছে না। কিছু কেন্দ্রের কাজ দ্রুত এগোলেও কিছুটা পিছিয়ে আছে।


ফলাফল ঘোষণায় দেরির মূল কারণ হিসেবে অধ্যাপক শামীম রেজা জানান, ডাকসুর ব্যালট পাঁচ পাতার হওয়ায় প্রতিটি বাক্স খোলার পর আগে আলাদা করতে হচ্ছে। এরপর সেগুলো মেশিনে দেওয়া হচ্ছে, যা সময়সাপেক্ষ হয়ে পড়েছে।


আরও পড়ুন: ডাকসু ফল ঘোষণার অপেক্ষায় সিনেট হলে ভিড়, স্লোগানে মুখর ক্যাম্পাস


উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষ হওয়ার পর রাত থেকে বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। তবে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ছাত্রদলসহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন।


এএস