ডাকসু নির্বাচন

ভোট গণনায় কারচুপির অভিযোগে টিএসসিতে উত্তেজনা, এলইডি স্ক্রিন বন্ধ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:৩২ পিএম, ৯ই সেপ্টেম্বর ২০২৫


ভোট গণনায় কারচুপির অভিযোগে টিএসসিতে উত্তেজনা, এলইডি স্ক্রিন বন্ধ
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলে টিএসসিতে উত্তেজনা সৃষ্টি করেছেন ছাত্রদলসহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা।


মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলামসহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা টিএসসিতে গিয়ে ভোট গণনা প্রত্যক্ষ করার চেষ্টা করেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের ভেতরে প্রবেশে বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।


আরও পড়ুন: ছাত্রদলের প্রতি যে আহ্বান জানাল ফরহাদ


প্রার্থীরা তখন টিএসসির সামনে অবস্থান নিয়ে স্লোগান দেন—‘ভোট চোর ভোট চোর, শিবির ভোট চোর’, ‘প্রহসনের নির্বাচন মানি না, মানবো না’। তাদের অভিযোগ, টিএসসির এলইডি স্ক্রিনে ব্যালট বাক্স দেখানো হচ্ছে না। ফলে তারা গণনা প্রক্রিয়া দেখতে ভেতরে যেতে চাইলে বাধা দেওয়া হয়।


স্বতন্ত্র এজিএস প্রার্থী হাসিবুল ইসলাম অভিযোগ করেন, “শিবিরের প্রার্থীদের ভোট গণনার সময় ভেতরে যেতে দেওয়া হলেও আমাদের আটকানো হচ্ছে। স্ক্রিনে দীর্ঘ সময় ব্যালট বাক্স দেখা যাচ্ছে না। উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিবিরকে জেতানোর জন্য কারচুপি হচ্ছে।”


আরও পড়ুন: আমি কোনো দলের নই, কখনো রাজনীতি করিনি: ঢাবি উপাচার্য


অবস্থানে থাকা প্রার্থীদের দাবি, প্রশাসন তাদের কারচুপি ঢাকতে ভেতরে ডাকলেও তারা তা প্রত্যাখ্যান করে ফিরে যান। পরে টিএসসির এলইডি স্ক্রিন বন্ধ করে দেওয়া হয়।


এএস