Logo

নানান আয়োজনে ভোলায় বেগম রোকেয়া দিবস পালিত

profile picture
জনবাণী ডেস্ক
১০ ডিসেম্বর, ২০২৩, ০৩:৪৩
38Shares
নানান আয়োজনে ভোলায় বেগম রোকেয়া দিবস পালিত
ছবি: সংগৃহীত

লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হোসনে আরা বেগম, নারী উদ্যেক্তা সাথী বেগম।

বিজ্ঞাপন

ভোলায় আজ নানা আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার (৯ ডিসেম্বর) বেলা ১১ টায় জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘জয়িতা অন্মেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। বক্তব্য রাখেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মামুন অর রশিদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইকবাল হোসেন, দৌলতখান উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু, নারী নেত্রী হোসনে আরা চিনু, ভোলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক অমিতাভ অপু, লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হোসনে আরা বেগম, নারী উদ্যেক্তা সাথী বেগম।

বিজ্ঞাপন

এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, বেগম রোকেয়া আমাদের মাঝে একজন কালজয়ী নারী হয়ে আছেন। তিনি বহু বই লিখে গেছেন। যা নারীদের এখোনো পথ দেখায়। নারীর ক্ষমতায়ন, উন্নয়ন ও অধিকার আদায়ের ক্ষেত্রে বেগম রোকেয়া একটি মডেল। তাই আমাদের নারী সমাজকে মহিয়শী নারী বেগম রোকেয়ার আদর্শকে ধারণ করতে হবে। সকল বাঁধা বিপত্তি পেড়িয়ে নারীদের আরো বেশি আত্বপ্রত্যয়ী হয়ে নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহবান জানান তিনি।

পরে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী, সফল জননী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ও শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী এমন পাঁচ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাঁচজন ও সদর উপজেলা পর্যায়ে পাঁচজন জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD