ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, নিহত ২
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১১:৫৩ এএম, ১০ই ডিসেম্বর ২০২৩

ঘন কুয়াশায় গাজীপুরে একটি প্রাইভেটকারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের স্পীড হাম্ব-এ ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের ভিতরে থাকা ২ যাত্রী নিহত হন।
রবিবার (১০ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, আবু তাহের (৪৫) ও ইব্রাহিম (৩৬)। তাদের বিস্তারিত পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।
আরও পড়ুন: আজ সারাদেশে বিএনপির মানববন্ধন
পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, ঢাকাগামী একটি প্রাইভেটকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লিবিদ্যুৎ এলাকায় পৌঁছালে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের স্পীড হাম্ব-এ সজোরে ধাক্কা দেয়। এ সময় গাড়িতে থাকা ২ জন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে গাজীপুর অঞ্চলের নাওজোড় হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: দুপুর ১টা পর্যন্ত বিচারিক কার্যক্রম বন্ধ
নাওজোড় হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘন কুয়াশার কারণে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
জেবি/এজে
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
