জাতীয় পার্টির সঙ্গে জোট না করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ রওশনের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১৮ পিএম, ১২ই ডিসেম্বর ২০২৩

জি এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টির (জাপা) সঙ্গে জোট না করতে আ. লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানিয়েছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই অনুরোধ করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মো. মসিউর রহমান রাঙ্গা।
আরও পড়ুন: শরিকদের আপত্তি থাকলেও স্বতন্ত্র প্রার্থী থাকবে : ওবায়দুল কাদের
তিনি বলেন,“দলের আড়াই থেকে তিন শ’ নেতাকর্মীকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে। যোগ্য প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়নি। সাদ এরশাদকে মনোনয়ন দেয়নি, এমনকি আমাকেও মনোনয়ন দেয়নি। জি এম কাদের জোর করে জাতীয় পার্টি দখল করেছেন। তাদের কর্মকাণ্ডে আমাদের কোনো সমর্থন নেই। তাই জাতীয় পার্টির সঙ্গে যেন কোনো জোট না হয় সেজন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন রওশন এরশাদ। প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি দলীয় পরিষদে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।”
আরও পড়ুন: গণভবনে রওশন এরশাদ
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে যান জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। এ সময় সঙ্গে ছিলেন তার ছেলে সাদ এরশাদ ও মুখপাত্র কাজী মামুনুর রশীদ, মশিউর রহমান রাঙ্গা।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

সরকার কি সেনাবাহিনীকে ভয় পাচ্ছে: হাসান আল মামুন

ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে যা বললেন নাহিদ

চার্লি কার্ক হত্যায় গভীর শোক ও নিন্দা জানালেন তারেক রহমান

"সরকারই কি নির্বাচন বানচালের পথে? সন্দেহ প্রকাশ ফারুকের"
