জাতীয় স্মৃতিসৌধে চলছে সৌন্দর্যবর্ধনের শেষ প্রস্তুতি


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:২৩ অপরাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২৩


জাতীয় স্মৃতিসৌধে চলছে সৌন্দর্যবর্ধনের শেষ প্রস্তুতি
জাতীয় স্মৃতিসৌধ।

কেএম সবুজ, আশুলিয়া ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে চলছে সৌন্দর্যবর্ধনের শেষ মুহূর্তের প্রস্তুতি। এরইমাঝে মহান বিজয় দিবসকে সামনে রেখে পুরো সৌধ এলাকা ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। এখন জাতীয় স্মৃতিসৌধের বিভিন্ন স্থাপনা, সিঁড়িতে রং তুলির আঁচড়ে সাজিয়ে তোলার  পাশাপাশি সৌন্দর্যবর্ধনের জন্য বিভিন্ন ধরনের ফুলের চারা রোপণ করা হচ্ছে। আগামী ১৬ই ডিসেম্বর প্রথম প্রহরে স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের জনগণ। 


সরজমিন জাতীয় স্মৃতিসৌধ এলাকায় গিয়ে দেখা গেছে, স্মৃতিসৌধের প্রধান ফটক ও দ্বিতীয় ফটকের সামনে সড়কের ডিভাইডারসহ স্মৃতিসৌধের বিভিন্ন স্থাপনা এবং সিঁড়িতে রং করা হচ্ছে। স্মৃতিসৌধের ভেতরে বাহারি ফুলের চারা দিয়ে সৌন্দর্যবর্ধনের পাশাপাশি আলোকসজ্জার বাতি সংযোজন করা হচ্ছে। শতাধিক শ্রমিক মিলে স্মৃতিসৌধের লেকের পাড় সংস্কারের পাশাপাশি পানি পরিষ্কার করার কাজ চলছে। 


এ ছাড়াও পুরো স্মৃতিসৌধের ৮৪ একর জায়গার বিভিন্ন স্থাপনায় পাইপের পানি দিয়ে পরিষ্কার এবং সিমেন্ট দিয়ে বিভিন্ন জায়গায় মেরামত করা হচ্ছে। এ ছাড়া সৌধ এলাকার চারদিকে কয়েকশ’ সিসিটিভি ক্যামেরা স্থাপন করছে টেকনিশিয়ানরা। 


বিজয় দিবস উদ্‌যাপন নির্বিঘ্ন করতে স্মৃতিসৌধ এলাকার সামনে ঢাকা-আরিচা মহাসড়কের ফুটপাথগুলো তুলে দেয়া হয়েছে। ইতিমধ্যে ৪ঠা ডিসেম্বর থেকে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় জনসাধারণের প্রবেশ নিষেধাজ্ঞা করা হয়েছে।পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সরব উপস্থিতি দেখা গেছে। অন্যদিকে  সর্বসাধারণের জন্য জাতীয় স্মৃতিসৌধের ভেতরে প্রবেশ বন্ধ ঘোষণা করা হয়েছে। 


গণপূর্ত বিভাগের সাভার জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে গত দেড় মাস ধরে সাভার জাতীয় স্মৃতিসৌধে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। ফুল দিয়ে সাজানো, লেক সংস্কার, সিসি ক্যামেরা স্থাপনসহ সব ধরনের কাজ পুরোপুরি শেষ। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় স্মৃতিসৌধ প্রস্তুত ১৩ই ডিসেম্বরের ভেতর শেষ হবে। 


বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী স্মৃতিসৌধের নিরাপত্তার বিষয়টি দেখছেন। আজ ১২ ই ডিসেম্বর  জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শনে আসেন ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান , ইতিমধ্যে সৌধ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ সদস্যের সংখ্যাও বাড়ানো হয়েছে।


আরএক্স/