নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:০৪ পিএম, ১৩ই ডিসেম্বর ২০২৩


নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন
ফ্রি মেডিকেল ক্যাম্প। ছবি: জনবাণী

টাঙ্গাইলের নাগরপুরে আশা এনজিওর সলিমাবাদ ব্রাঞ্চের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। 


বুধবার (১৩ ডিসেম্বর) সকালে নিজ কার্যালয়ে এ ফ্রি ক্যাম্পের আয়োজন করা হয়। নাগরপুর অঞ্চলের এসআরএস মো. আব্দুল মোতালেবের সভাপতিত্বে ও সলিমাবাদ ব্রাঞ্চ ম্যানেজার মো. জহির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা সদরের এসডিএম মো. আনোয়ার হোসেন। 


আরও পড়ুন: টাঙ্গাইলে এসএসসি পরীক্ষার্থীসহ সড়কে ঝড়ল দুই প্রাণ


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সলিমাবাদ ইউপি সদস্য ইসরাত জাহান খান, মো. জাকির খান। 


এসময় সলিমাবাদ ব্রাঞ্চের মেডিকেল এসিস্ট্যান্ট মো. সাইফুউদ্দিন, সহকারি ম্যানেজার শাহিন পারভেজ, শিক্ষা সুপারভাইজার মো. সালাউদ্দিন ও অফিস ষ্টাফসহ এলাকার সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন।


আরএক্স/