মধুপুরে শহীদ বুদ্ধিজীবী বিবস পালিত
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:৪৩ পিএম, ১৪ই ডিসেম্বর ২০২৩

টাঙ্গাইলের মধুপুরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) সকালে মধুপুর উপজেলা প্রসাশনের আয়োজনে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আরও পড়ুন: শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন
সকালে মধুপুর উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন সরকারি বেসরকারি ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন বংশাই নদীর তীরে অবস্থিত শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে।
মধুপুর উপজেলা প্রসাশন,উপজেলা পরিষদ, মধুপুর থানা,মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, মধুপুর পৌরসভা, বনবিভাগ, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, আদর্শ ফাযিল মাদরাসা,শিক্ষক সমিতিসহ বিভিন্ন সরকারি বেসরকারি সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মরণে দোয়া করা হয়।
পরে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিকুল ইসলাম সবুজ। বক্তব্য রাখেন মধুপুর পৌরনভার মেয়র আলহাজ্ব সিদ্দিক হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন, ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, মধুপুর থানা অফিসার্স ইনচার্জ মো আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াকুব আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদী, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
এ সময় সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি,বীরমুক্তিযোদ্ধা,সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
