প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুদ্ধিজীবীদের রক্ত বৃথা যেতে দেননি: বিএসএমএমইউ উপাচার্য


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:০৩ পিএম, ১৪ই ডিসেম্বর ২০২৩


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুদ্ধিজীবীদের রক্ত বৃথা যেতে দেননি: বিএসএমএমইউ উপাচার্য
বিএসএমএমইউ শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত। ছবি: জনবাণী

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৩ পালিত হয়েছে। 


বুধবার (১৪ ডিসেম্বর) সকাল মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ও সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের নেতৃত্বে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।


আরও পড়ুন: বিএসএমএমইউ এ বিশ্ব সোরিয়াসিস দিবস পালিত


শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন  আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে। তার নেতৃত্বে বাংলাদেশ উন্নত, সমৃদ্ধের পথে এগিয়ে যাচ্ছে।  বাংলাদেশকে এখন আর কেউ তলাবিহীন ঝুড়ি বলার সাহস দেখাবে না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। শহীদ বুদ্ধিজীবীদের দোয়া নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বর্তমান বাংলাদেশ সমুদ্র, পাতাল, এমনকি মহাকাশও জয় করতে সক্ষম হয়েছে। দেশের উন্নয়ন করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের বুদ্ধিজীবীদের রক্ত বৃথা যেতে দেন নি। 


তিনি আরও বলেন, শহীদদের যথাযথ সম্মান ও তাদের উদ্দেশ্য  বাস্তবায়ন করতে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই। তাই আসুন জাতীয় নির্বাচনে সকলেই উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফের রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করি।


আরও পড়ুন: বিএসএমএমইউয়ে প্রথম টেস্টটিউব বেবির জন্ম


এসকল কর্মসূচিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা.  একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ,  নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বণিক, টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবতোষ পাল, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, অফিস প্রধানগণ, শিক্ষক, চিকিৎসক, ছাত্রছাত্রী, কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট ও কর্মচারীবৃন্দ  উপস্থিত ছিলেন।


আরএক্স/