রূপালী ব্যাংকের নাম পরিবর্তন


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:৩৭ অপরাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২৩


রূপালী ব্যাংকের নাম পরিবর্তন
ফাইল ছবি

রূপালী ব্যাংকের নাম পরিবর্তন হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির বর্তমান নাম রূপালী ব্যাংক পিএলসি।


বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতা বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। সব ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক বরাবর চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 


সার্কুলে বলা হয়,কোম্পানি আইন ১৯৯৪ এর ১১ ক(ক) ধারার বিধান অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের গত ৪ অক্টোবর থেকে তফসিলি ব্যাংকের তালিকার রূপালী ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করে রূপালী ব্যাংক পিএলসি করা হয়েছে। 


আরও পড়ুন: রূপালী ব্যাংকে শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন সভা


সংশোধিত কোম্পানি আইন ২০২০ এ সীমিতদায় কোম্পানি শনাক্তকরণ সংক্রান্ত ১১ (ক) ধারা নতুন করে যুক্ত হয়েছে। নতুন ধারায় সীমিতদায় পাবলিক কোম্পানির ক্ষেত্রে নামের শেষে পাবলিক সীমিতদায় কোম্পানি বা পিএলসি লেখা বাধ্যতামূলক করা হয়েছে। 


আরও পড়ুন: বোনাস লভ্যাংশ দেবে রূপালী ব্যাংক

 

ব্যাংক কোম্পানি গুলোর নামের শেষে পাবলিক সীমিতদায় কোম্পানি বা পিএলসি যুক্ত করতে কোম্পানির নাম ও সংষস্মারক পরিবর্তন করতে হবে। এজন্য রূপালী ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করে রূপালী ব্যাংক পিএলসি করা হয়েছে।


জেবি/এসবি