একদিনে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৮


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:৪১ অপরাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২৩


একদিনে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৮
ফাইল ছবি

সারাদেশে একদিনে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০৮ জন ডেঙ্গু রোগী। চলতি ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৭৬ জনে। 


বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ  তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়, একদিনে  হাসপাতালে ভর্তি হওয়া ৩০৮ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৭ জন। আর ঢাকার বাইরের ২১১ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ও ঢাকার বাইরের একজন করে মোট দুইজনের মৃত্যু হয়েছে।


আরও পড়ুন: নিপাহ ভাইরাস নিয়ে জরুরী স্বাস্থ্য বার্তা


চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট তিন লাখ ১৮ হাজার ৩০৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ৯ হাজার ২৪৩ জন, আর ঢাকার বাইরের দুই লাখ নয় হাজার ৬২ জন।


আরও পড়ুন: একদিনে ডেঙ্গুতে একদিনে ৭ জনের মৃত্যু


চলতি বছরের  ১ জানুয়ারি থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ ১৪ হাজার ৭৪০ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ৭ হাজার ৭৩৭ জন এবং ঢাকার বাইরের দুই লাখ সাত হাজার ৩ জন রয়েছেন।


জেবি/এসবি