দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৮ পূর্বাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২৩
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী বরিশাল সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আরও পড়ুন: জামালপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৬
শুক্রবার (১৫ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে তার প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্য কমিশনাররা এই রায় ঘোষণা করেছেন।
আরও পড়ুন: ৬৫০ পুলিশ সদস্যের বদলিতে ইসির সম্মতি
এর আগে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মনোনয়নপত্র বাতিল চেয়ে আপিল করেন ওই আসনে আ.লীগ মনোনীত প্রার্থী জাহিদ ফারুক শামীম। সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ আনা হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের পক্ষে তার মনোনয়নপত্রের সমর্থনকারী কেবিএস আহমেদ এ আবেদন করেন। আপিলে সাদিক আব্দুল্লাহকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ভোটার হিসেবে উল্লেখ করে সেখানকার ওয়েবসাইট থেকে নেওয়া তথ্যও যুক্ত করা হয়।
জেবি/এজে