সদরপুরে মহান বিজয় দিবস উদযাপন
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৫০ পিএম, ১৬ই ডিসেম্বর ২০২৩

ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসন এর আয়োজনে বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) দিবসের প্রথম প্রহরে তোপধ্বনি দিয়ে সদরপুর কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন ও পরিষদ। এ সময় সরকারি ও বেসরকারি শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন। পুষ্পমাল্য অর্পণ শেষে সকাল সকাল সাড়ে ৮টায় আনুষ্ঠানিকভাবে বেলুন ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ স্কাউটস, রোভা স্কাউটস, গার্লস গাইড, উপজেলার প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়,কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং শিশু-কিশোর সংগঠনের অংশগ্রহনে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফয়সল, বিভিন্ন ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক,শিক্ষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
