শিক্ষক সমিতির নির্বাচন বর্জন করল বিএনপিপন্থী সাদা দল


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০১:১৭ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৩


শিক্ষক সমিতির নির্বাচন বর্জন করল বিএনপিপন্থী সাদা দল
ফাইল ছবি।

কাউছার আহমেদ, নোবিপ্রবি প্রতিনিধি: আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠেয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)  শিক্ষক সমিতির নির্বাচন বর্জন করেছে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল। 


রবিবার (১৭ ডিসেম্বর) বিকাল ৪ টায় এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ ঘোষণা দেন।


বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাদা দলের এক জরুরী সভায় বিশ্ববিদ্যালয়ের আসন্ন শিক্ষক সমিতির নির্বাচন বর্জনের ব্যাপারে সর্বসম্মতিতে সিদ্ধান্ত গৃহীত হয়।


সভায় মতামত প্রদান করা হয় যে, বর্তমান সরকার ও নির্বাচন কমিশন দেশে একটি এক তরফা ও ডামি প্রার্থী সম্বলিত জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে যা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবার জন্য যে স্বচ্ছ, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহনমূলক ও শান্তি পূর্ণ হবার কথা তার বিন্দুমাত্র নিদর্শন এই নির্বাচনে নেই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি। 


বিজ্ঞাপ্তিতে আরো বলা হয়, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্যই মহান মুক্তিযুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী, বুদ্ধিজীবী ও সাধারণ জনতা সহ অসংখ্য মানুষ প্রাণ দিয়েছিলেন। তাই নোবিপ্রবির সাদা দল মহান মুক্তিযুদ্ধে শহীদের রক্তের সাথে প্রতারণা করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার নিশ্চিত না করে নিজেদের পদ পদবির লোভে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আসন্ন শিক্ষক সমিতির নির্বাচনে অংশগ্রহণ করা সমীচীন বলে মনে করে না।


আরএক্স/