মুন্সীগঞ্জ-১: ৯ এমপি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় জমে উঠবে নির্বাচন


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:৩১ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৩


মুন্সীগঞ্জ-১: ৯ এমপি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় জমে উঠবে নির্বাচন
ফাইল ছবি।

মুন্সীগঞ্জ-১ আসনে এমপি পদে প্রতিদ্বন্দ্বিতায় করবেন ৯ জন। আসনটিতে ১ জন স্বতন্ত্র প্রার্থীসহ ১০টি দল থেকে মোট ১১ জন মনোনয়ন জমা দিয়েছিলেন। 


রবিবার (১৭ ডিসেম্বর) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে এ আসনের জাকের পার্টির প্রার্থী শেখ আতাউর রহমান তার মনোনয়ন প্রত্যাহার করে নেন। এছাড়া বিএনএম’র প্রার্থী ফরিদ হোসেনের মনোনয়নটি বাতিল হয়েছে।


মুন্সীগঞ্জ-১ আসনে বেশ কয়েকটি দলের হেভিওয়েট প্রার্থী মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে আসনটি ঘিরে আলোচনা শুরু হয়। গুঞ্জন উঠেছিল মুন্সীগঞ্জ-১ আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ জোটের প্রার্থীর জন্য ছাড় দিতে পারে। তবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কোন এমন কোন আসন বন্টন সমঝোতা না হওয়ায় আওয়ামী লীগের সাথে ভোটের মাঠে প্রতিদ্ব›দ্বীতায় থাকছে স্বতন্ত্র প্রার্থী, বিকল্পধারা, তৃনমূল বিএনপি, জাতীয় পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থীসহ মোট ৯ জন। 


সোমবার (১৮ ডিসেম্বর) প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর মুন্সীগঞ্জ-১ আসনের (শ্রীনগর-সিরাজদিখান উপজেলা) নির্বাচনী মাঠে জমে উঠবে ভোটের রাজনীতি। এমনটাই বলেছেন কর্মী-সমর্থকরা। 


মুন্সীগঞ্জ জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, এই আসনে প্রতিদ্বন্দ্বিতায করছেন বিকল্পধারার যুগ্ন-মহাসচিব মাহী বি.চৌধুরী,আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সিরাজদিখান উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ, স্বতন্ত্র প্রার্থী ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর, তৃনমূল বিএনপির চেয়ারপরসন অন্তরা সেমিলা হুদা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আতা উল্লাহ, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী দোয়েল আক্তার, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী বাউল শিল্পী লতিফ সরকার, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী নুরজাহান বেগম রিতা। 


এছাড়া জাকের পার্টির প্রার্থী আতাউর রহমান মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন ও বিএনএম’র প্রার্থী ফরিদ হোসেনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।


আরএক্স/