একদিনে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ২৩৯
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০৫ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৩
দেশে একদিনে ডেঙ্গু জ্বরে রোগে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৯ জন।
সোমবার (১৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ১ হাজার ৬৮৬ জনের মৃত্যু হয়েছে ।
আরও পড়ুন: প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিতে এন্টিবায়োটিক বিক্রি করা যাবে না
এছাড়া এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩ লাখ ১৯ হাজার ৪৭৫ জনে পৌঁছেছে।
আরও পড়ুন: একদিনে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ২৫৪
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ হাজার ৪৫৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।
জেবি/এসবি