Logo

আ.লীগের বিজয় শোভাযাত্রায় মানুষের ঢল

profile picture
জনবাণী ডেস্ক
২০ ডিসেম্বর, ২০২৩, ০২:০৯
52Shares
আ.লীগের বিজয় শোভাযাত্রায় মানুষের ঢল
ছবি: সংগৃহীত

বেলা আড়াইটায় শোভাযাত্রা শুরু হওয়ার কথা থাকলেও এর আগেই মিছিল নিয়ে আসতে শুরু করেন নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে আ. লীগের বিজয় শোভাযাত্রায় নেতাকর্মীসহ সাধারণ মানুষের ঢল নেমেছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা আড়াইটায় শোভাযাত্রা শুরু হওয়ার কথা থাকলেও এর আগেই মিছিল নিয়ে আসতে শুরু করেন নেতাকর্মীরা। 

বিজ্ঞাপন

এদিন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (রমনা) থেকে মৎস্য ভবন, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি), শাহবাগ, এলিফ্যান্ট রোড হয়ে ধানমন্ডি-৩২ পর্যন্ত এ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

এরই মধ্যে রাজধানীর কাকরাইল, প্রেসক্লাব মৎস্যভবন শাহবাগ রমনা এলাকা লোকে লোকারণ্য হয়ে পড়েছে। নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। মহান বিজয় দিবসের এই র‌্যালিতে ফুটে উঠেছে নির্বাচনী আমেজ আর প্রচার-প্রচারণা। নেতার ছবি সংবলিত নির্বাচনী পোস্টার, ব্যানার, ফেস্টুনে মুখরিত এলাকা। 

বিজ্ঞাপন

নির্বাচন আচরণবিধি বিবেচনায় নিয়ে ১৬ ডিসেম্বরের পরিবর্তে বিজয় দিবসের শোভাযাত্রা ১৮ তারিখ (সোমবার) করার কথা জানিয়েছিল আ. লীগ। তবে কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেওয়ায় শোভাযাত্রা পিছিয়ে মঙ্গলবারে নিয়ে যায় আওয়ামী লীগ।

বিজ্ঞাপন

এজন্য ১৫ ডিসেম্বর ঢাকা মহানগর দক্ষিণ আ. লীগ রিটার্নিং কর্মকর্তার কাছে অনুমতি চাওয়ার পাশাপাশি ঢাকার পুলিশ কমিশনারের কাছে চিঠি দিয়েছিল দলটি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD