Logo

ইসি যেসব সিদ্ধান্ত নেয়, সেগুলোর কোনো নীতিমালা নেই: হাসনাত

profile picture
জেলা প্রতিনিধি
পিরোজপুর
৩১ অক্টোবর, ২০২৫, ১৮:১৫
10Shares
ইসি যেসব সিদ্ধান্ত নেয়, সেগুলোর কোনো নীতিমালা নেই: হাসনাত
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন নির্বাচন কমিশন (ইসি) যে সিদ্ধান্তগুলো নেয়, সেগুলোর কোনো নীতিমালা নেই।

বিজ্ঞাপন

শুক্রবার (৩১ অক্টোবর) পিরোজপুরে দলের এক সমন্বয় সভা শেষে সংবাদমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা নির্বাচন কমিশনের নীতিমালাটা দেখতে চাই। যেটির ভিত্তিতে তারা মার্কাকে অন্তর্ভুক্ত করে, আবার যে নীতিমালার ভিত্তিতে তারা অন্তর্ভুক্ত করেনা। এ বিষয়ে আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত চূড়ান্ত।

আরও পড়ুন: নভেম্বরে গণভোট দিয়েই ফেব্রুয়ারির নির্বাচন: গোলাম পরওয়ার

বিজ্ঞাপন

তিনি বলেন, কোন নীতিমালার মধ্য দিয়ে শাপলা অন্তর্ভুক্ত করা হয়নি, তা কিন্তু স্পষ্ট নয়। আবার কোন নীতিমালার মধ্য দিয়ে বেগুনকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তারা সেটাও স্পষ্ট করেনি । 

তিনি আরও বলেন, আমরা বারবার বলে আসছি, নির্বাচন কমিশন যে সিদ্ধান্তগুলো নেয়, সে সিদ্ধান্তগুলোর কোনো নীতিমালা নেই। তাদের সকালে ঘুম থেকে উঠে মনে হয়, মাইক মার্কা দেবে, আবার মোবাইল দেখার পর মনে হয় মোবাইল মার্কা দেবে, ট্রাইপড দেখলে ট্রাইপড মার্কা, ওই যে সূর্য দেখছে সেটারও মার্কাও আছে। 

এনসিপির এই নেতা বলেন, আমরা বারবার যেটি ফোকাস করছি সেটি হচ্ছে নির্বাচন কমিশন এভাবে আসলে চলতে পারেনা। তাদের নীতিমালা থাকতে হবে। এটা জনগণের প্রতিষ্ঠান। সাংবিধানিক প্রতিষ্ঠান নীতিমালার ভিত্তিতেই চলতে হবে। একটা নিয়মের ভিত্তিতে চলতে হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন: জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই: মির্জা ফখরুল

বিএনপি ও জামায়াতের সঙ্গে এনসিপির দূরত্ব তৈরি হয়নি জানিয়ে দলের দক্ষিণাঞ্চলের এই মুখ্য সংগঠক বলেন, সংস্কারের পক্ষে যারা থাকবে, তাদের সওেঙ্গ এনসিপির সখ্যতা তৈরি হবে।

এ সময় এনসিপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন, বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা, পিরোজপুর জেলার প্রধান সমন্বয়কারী মশিউর রহমানসহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD