Logo

ইবি শিক্ষক সমিতির নতুন সভাপতি ড. আনোয়ার ও সম্পাদক ড. মামুনুর

profile picture
জনবাণী ডেস্ক
২১ ডিসেম্বর, ২০২৩, ২৪:১০
77Shares
ইবি শিক্ষক সমিতির নতুন সভাপতি ড. আনোয়ার ও সম্পাদক ড. মামুনুর
ছবি: সংগৃহীত

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন একই সংগঠনের মনোনীত ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোঃ মামুনুর রহমান।

বিজ্ঞাপন

ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি) শিক্ষক সমিতির(ইবিশিস) নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙ্গালী জাতীয়তাবাদে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরামের মনোনীত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন একই সংগঠনের মনোনীত ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোঃ মামুনুর রহমান।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে রিটার্নিং অফিসার অধ্যাপক মোঃ মিজানুর রহমান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

বিজ্ঞাপন

সমিতির অন্যান্য পদে নির্বাচিত সদস্যরা হলেন, সহ-সভাপতি ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. ধনঞ্জয় কুমার, কোষাধ্যক্ষ সিএসই বিভাগের অধ্যাপক মোঃ ইব্রাহিম আব্দুল্লাহ।

বিজ্ঞাপন

এছাড়া সদস্য হিসেবে যথাক্রমে সিএসই বিভাগের অধ্যাপক ড. আহসান-উল-আম্বিয়া, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মিয়া মোঃ রাসিদুজ্জামান, গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ আনিছুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক কে.এম. শরফুদ্দিন, আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সাহিদা আখতার, আইন বিভাগের অধ্যাপক ড. মোঃ শাহজাহান মন্ডল, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান, আল ফিকহ বিভাগের অধ্যাপক ড. মোঃ আমজাদ হোসেন, মার্কেটিং বিভাগের অধ্যাপক মোঃ মাজেদুল হক নির্বাচিত হয়েছেন।

এসময় নবনির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ উজ্জীবিত করে, প্রগতিশীলতার চর্চা করে এবং শাপলা ফোরামের প্রতিনিধি হিসেবে নির্বাচনে বিজয়ী হয়েছি। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষা ও অগ্রগতির জন্য কন্ট্রিবিউট করা, সার্বিকভাবে একাডেমিক পরিবেশ ভালো রাখা ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশ উন্নত করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে আমাদের শিক্ষক এবং ছাত্রদের প্রত্যাশা পূরণের চেষ্টা করবো।

বিজ্ঞাপন

সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, প্রতি বছরের ন্যায় এবারো উৎসবমুখর পরিবেশে শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে প্রগতির জয় হয়ে,শাপলা ফোরামের ই জয় হয়েছে। আমরা পৃথকভাবে নির্বাচন করার পরেও সেই একত্রে নির্বাচন করার অনুভূতিটাই অনুভূত হয়েছে। শিক্ষক সমাজের উন্নয়নে এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থ নিয়ে আমরা কাজ করব। সবার মতামত নিয়ে কীভাবে বিশ্ববিদ্যালয় কে আরো সুন্দর করা যায় সে প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD