জাবিতে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ী প্রভাষক দল
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০৪:০৮ অপরাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২৩
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিজয় দিবস উপলক্ষে শিক্ষকদের প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে জাবি প্রভাষক দল।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রভাষক দল সহকারী অধ্যাপক দলকে ৬ উইকেটে পরাজিত করে। মহান বিজয় দিবস উপলক্ষে শিক্ষকদের মধ্যাকার এ টুর্নামেন্টের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।
প্রতিযোগিতায় অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক ক্যাটেগরিতে মোট ৪ টি দল অংশগ্রহণ করে। প্রথম পর্বে অধ্যাপক দলকে হারিয়ে প্রভাষক দল এবং সহযোগী অধ্যাপক দলকে হারিয়ে সহকারী অধ্যাপক দল চূড়ান্ত পর্ব খেলার সুযোগ নিশ্চিত করেন৷
চূড়ান্ত পর্বে প্রথমে ব্যাটিং করতে নেমে সহকারী অধ্যাপক দল নির্ধারিত ১২ ওভারে ১৩৪ রানের টার্গেট দেয়৷ মাত্র ১১ ওভারে ৪ উইকেট হারিয়ে নির্ধারিত রান টপকে বিজয় অর্জন করেন প্রভাষক দল।
প্রতিযোগিতায় ম্যান অব দ্যা টুর্নামেন্ট, ম্যান অব দ্যা ম্যাচ, সর্বোচ্চ রান ও সর্বাধিক উইকেট শিকারী হয়েছেন পাবলিক হেলথ্ এন্ড ইনফরমেটিকস বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনি। এছাড়াও সর্বোচ্চ ছয় পেয়েছেন সহকারী অধ্যাপক রিয়াদ। এছাড়াও মোস্ট এন্টারটেইনিং অডিয়েন্স হিসেবে পুরস্কার পেয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক খালেদা নূর।
বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতার আহবায়ক অধ্যাপক ড. মো. সাব্বির আলম বলেন, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবার শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত ক্রিকেট প্রতিযোগিতা। এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষকদের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি হয়েছে। আশা করি প্রতি বছর বিজয় দিবসে এ প্রতিযোগিতা চলমান থাকবে।
এসময় তিনি এমন একটি টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম। তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো এ আয়োজন খুবই চমৎকার উদ্যোগ। ভবিষ্যতেও এ প্রতিযোগিতা চলমান থাকবে।
একই সাথে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রভাষকরা তরুণ খেলোয়াড়, তাই তারা বিজয়ী হয়েছে। তবে অন্যরাও অত্যন্ত দক্ষতার সাথে খেলেছেন। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সকল শিক্ষককে ধন্যবাদ জানান তিনি।
এছাড়াও এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. এ. এ. মামুন, সদস্য সচিব অধ্যাপক বশির আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এম শামীম কায়সার, প্রক্টর আ স ম ফিরোজ-উল হাসান, বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী প্রমুখ।
আরএক্স/