নাগরপুরে তরীকত ফেডারেশনের গণসংযোগ
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:৪৯ পিএম, ২০শে ডিসেম্বর ২০২৩

টাঙ্গাইলের নাগপুরে বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ) থেকে মোহাম্মদ আনোয়ার হোসেন (ফুলের মালা) মার্কা নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন।
বুধবার (২০ ডিসেম্বর) দিন ব্যাপী নাগরপুর সদর বাজারে গণসংযোগ করেন তিনি। এসময় প্রতিটি দোকানী ও পথচারীদের কাছে ভোট প্রার্থনা করেন। সেই সাথে ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ২য় বারের মত একই দল থেকে দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নেন আনোয়ার হোসেন।
মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ভোট সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে হবে। ভোটারদের কাছে আমি ব্যাপক সারা পাচ্ছি। তাই আমি শত ভাগ বিজয়ী হবো বলে বিশ্বাস করি। আমি নির্বাচিত হলে বেকার সমস্যা সমাধান সহ নাগরপুর-দেলদুয়ারে অসমাপ্ত যে সকল উন্নয়নের কাজ কর্ম আছে তা আমি সমাপ্তি করবো।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
