দুষ্কৃতিকারীদের চিহ্নিত করুন ৭ তারিখের পর খেলা: এমপি আফতাব


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:১৪ অপরাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২৩


দুষ্কৃতিকারীদের চিহ্নিত করুন ৭ তারিখের পর খেলা: এমপি আফতাব
এমপি আফতাব। ছবি: জনবাণী

যানবাহন জ্বালাও, পোড়াও দুষ্কৃতিকারীদের চিহ্নিত করতে হবে ৭ তারিখের পরে তাদের সাথে ফাইনাল খেলা হবে। দেশ আগের অবস্থানে নেই। আসুন সবাই মিলে দেশ গড়ার শপথ নেই। 


বুধবার (২০ ডিসেম্বর) দুপুর ১২ টায় ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়ন পরিষদের আয়োজিত শুটিবাড়ী বাজারে প্রথম নির্বাচনি সভায় গয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন শরিফ ইবনে ফয়সাল মুনের সভাপতিত্বে প্রধান অতিথীর বক্তব্যে ডোমার-ডিমলা নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থীর বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার হাজার-হাজার উপস্থিতিতে মানুষের উদ্দেশ্যে এসব কথা বলেন।


তিনি বলেন, ডিমলার মানুষ এক সময়ে ঠিক মতো দুইবেলা খেতে পারতো না, সেই অভাব নেই এটা আমার নেত্রীর অবদান? রাস্তা-ঘাট, স্কুল-কলেজের এমন বেহাল দশা ছিল তা বলার বাহিরে। এখন টেপাখড়িবাড়ী, গয়াবাড়ী ইউনিয়নের প্রত্যান্ত এলাকার মানুষ পাকা রাস্তায় চলাফেরা করছে। সারাদিনে পায়ে স্যান্ডেল পড়ে থাকে। কার, কার হাতে মোবাইল ফোন আছে? এটা কার অবদান? কে দিলো এই মোবাইল ফোন? সব আমার নেত্রীর অবদান।


মানুষ হত্যা করে, গাড়ি, বাস, ট্রেন ইত্যাদি জ্বালাও-পোড়াও করে দাবি আদায় করা যায় না। মানুষ এখন জেনেছে জ্বালাও-পোড়াও করে ক্ষমতায় আসা যায় না। দেশের উন্নয়ন করতে হলে সুস্থ্য ধারার রাজনীতিতে ফিরে এসে মানুষের ভালোবাসার মাধ্যমে ক্ষমতা আসতে হবে। তবেই উন্নয়ন করা সম্ভব।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা ভাইস-চেয়ারম্যান বাবু নিরেন্দ্র নাথ রায়, ডিমলা সদর ইউনিয়নের সভাপতি ইব্রাহিম কামাল সরকার(ডিআই), গয়াবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমজাদ হোসেন সরকার, সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, টেপাখড়িবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ময়নুল হক, টেপাখড়িবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম, জাসদের জেলা কমিটির সদস্য বাবু কানাই লাল কর্মকার প্রমূখসহ আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ অন্যান্য অঙ্গসংঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আরএক্স/