Logo

হানিফ ফ্লাইওভারে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

profile picture
জনবাণী ডেস্ক
২২ ডিসেম্বর, ২০২৩, ০১:০৯
69Shares
হানিফ ফ্লাইওভারে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের
ছবি: সংগৃহীত

সকাল ৯টার দিকে যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপরে ধোলাইপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে মারা যান তিনি।

বিজ্ঞাপন

রাজধানীর হানিফ ফ্লাইওভারের ওপর বাসচাপায় এক মোটরসাইকেল চালক মারা গেছেন। নিহতের নাম মো. শরিফ হোসেন (৩৮)। তিনি সূত্রাপুরের একটি বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তার বাবার নাম মোবারক আলী।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপরে ধোলাইপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  ঘটনাস্থলে মারা যান তিনি। 

বিজ্ঞাপন

তথ্যটি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ফারজানা আক্তার। তিনি জানান, আজ সকালের দিকে মোটরসাইকেল চালক হানিফ ফ্লাইওভার দিয়ে ধোলাইপাড়ের ঢালে ওঠার সময় টার্ন নিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা খান। এতে ছিটকে পড়ে দেশ ট্রাভেলস পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাকার নিচে পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

বিজ্ঞাপন

ফারজানা আক্তার আরও বলেন, “ঘটনার পরেই বাসচালককে আটক করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহতের ভাই রাজিব হোসেন বলেন, “আমার বড় ভাই শরিফ একটি প্রাইভেট কোম্পানিতে জব করতেন। আজ সকালে বাসা থেকে বের হন কাজের উদ্দেশ্যে। পরে যাত্রাবাড়ী পুলিশের মাধ্যমে আমরা দুর্ঘটনার খবর পাই।”

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD