ভোটারদের ভয়ভীতি দেখালে কঠোর ব্যবস্থা: ইসি রাশেদা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৩১ অপরাহ্ন, ২১শে ডিসেম্বর ২০২৩


ভোটারদের ভয়ভীতি দেখালে কঠোর ব্যবস্থা: ইসি রাশেদা
ছবি: জনবাণী

কোন ভোটারকে ভোট প্রদানে বাঁধা প্রদান করলে বা ভয়ভীতি দেখালে অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এরকম অবস্থায়  আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা গ্রহন করতে হবে। ভোটাররা নির্ভয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে আসবেন। এই পরিবেশ তৈরীতে কাজ করছি আমরা। 


বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।


আরও পড়ুন: ভোলায় নতুন ভোটার প্রায় ২ লাখ ৮০ হাজার


এসময় তিনি আরও বলেন, কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এমনকি তার প্রার্থীতাও বাতিল হতে পারে।

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক আনিসুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার জসিম উদ্দিন হায়দার, জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা, পুলিশ সুপার তারিকুল ইসলাম সহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।


এর আগে নির্বাচন কমিশনার জেলার চারটি সংসদীয় আসনের ভোট গ্রহন কর্মকর্তাদের সাথেও মতবিনিময় করেন।


আরএক্স/