ভোলায় নির্বাচন উপলক্ষ্যে জেলা প্রশাসন-নৌবাহিনীর মতবিনিময় সভা
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:১৫ অপরাহ্ন, ২১শে ডিসেম্বর ২০২৩
ভোলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জেলা প্রশাসনের সাথে নৌবাহিনীর কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, মো.আরিফুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান বিপিএম, এবং নৌবাহিনীর ক্যাপ্টেন এম শরিফুল হক খান, অনুষ্ঠানে নৌবাহিনী প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ক্যাপ্টেন এম শরিফুল হক খান।
বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আরিফুজ্জামান।
এ সময় বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিবৃন্দ ও উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
আরএক্স/