দেশের মানুষের জন্যই নিজেকে উৎসর্গ করেছি: শেখ হাসিনা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৩৫ পিএম, ২৩শে ডিসেম্বর ২০২৩


দেশের মানুষের জন্যই নিজেকে উৎসর্গ করেছি: শেখ হাসিনা
শেখ হাসিনা । ছবি: ভিডিও থেকে নেওয়া

বাবা-মাসহ সব হারিয়ে দেশে ফিরে এসেছি মানুষের জীবনমান উন্নত করতে, দেশ উন্নত করতে উল্লেখ করে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন,  ঘোষণা দিয়েছিলাম, এ দেশের মানুষই আমার পরিবার। তাদের জন্যই আমি নিজেকে উৎসর্গ করেছি।


শনিবার (২৩ ডিসেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে ছয় জেলায় আয়োজিত নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।


আরও পড়ুন: ৬৩ পরিদর্শকের বদলি চেয়ে ইসিতে চিঠি দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়


রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনপ্রান্ত থেকে খুলনা বিভাগের কুষ্টিয়া, ঝিনাইদহ ও সাতক্ষীরা, বরিশাল বিভাগের বরগুনা, ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা এবং চট্টগ্রাম বিভাগের রাঙামাটি জেলায় আয়োজিত নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি অংশ নেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আরও পড়ুন: কারচুপির চেষ্টা হলেই কেন্দ্রের ভোট বন্ধ: সিইসি


তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার কারণেই ঢাকা থেকে ছয়টি জেলার জনসভায় ভার্চুয়ালি অংশ নিয়ে মতবিনিময় করতে পারছি।


জেবি/এসবি