চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিলসহ ৩ মাদক ব্যাবসায়ী আটক


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:৫৮ অপরাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২৩


চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিলসহ ৩ মাদক ব্যাবসায়ী আটক
আটককৃত তিন আসামি। ছবি: জনবাণী

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‍্যাবের অভিযানে ৩ মাদক কারবারিকে ৩২৩ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে। 


শুক্রবার (২২ডিসেম্বর) রাতে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার কানসাট শিকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেইন গেইটের সামনে থেকে তাদের আটক করা হয়।


আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির সবচেয়ে বড় অস্ত্র চালান উদ্ধার


আটককৃতরা হচ্ছে, সদর উপজেলার আমনুরা টং পাড়ার আলাউদ্দিনের ছেলে আশরাফ আলী (২৬), মুনসুরের ছেলে খায়রুল ইসলাম (২২), অপরজন নামোকাঞ্চনতলা গ্রামের মৃত তৈমুর আলীর ছেলে  মাজেদুল ইসলাম (৩০) কে হাতেনাতে গ্রেফতার করে র‌্যাব।


র‍্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আটককৃত আসামি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র। নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের কানসাট শিকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেইন গেটের সামনে দিয়ে একটি মাদকের বড় চালান সীমান্তবর্তী এলাকা থেকে আসছে। এমন তথ্যে র‍্যাব অভিযান পরিচালনা করে মাদক বহনকালে ৩২৩ বোতল ফেন্সিডিল সহ উক্ত আসামীদেরকে গ্রেফতার করা হয়।


আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ইইডি'র বিজয় দিবস উদযাপন


উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে এসব কথা জানান।


আরএক্স/