ভোলায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থীকে শোকজ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:৫৯ অপরাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২৩


ভোলায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থীকে শোকজ
স্বতন্ত্র প্রার্থী মেজর (অব:) জসিম উদ্দিন। ফাইল ছবি

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভোলা-৩ (লাল মোহন-তজুমদ্দিন) আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মেজর (অব:) জসিম উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান কমিটি। 


শুক্রবার (২২ডিসেম্বর) ভোলার সিনিয়র সহকারী জজ ও ভোলা-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান তানভীর রহমান এ নোটিশ প্রদান করেন।ওই নোটিশে উল্লেখ করা হয়- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মেজর (অব:) জসিম উদ্দিন নির্বাচনী এলাকায় বৈদ্যুতিক খুঁটি, দালান ও বেড়ায় ঈগল প্রতীকের পোস্টার লাগিয়েছেন। 


আরও পড়ুন: দ্বিতীয়বারের মতো ভোলা জেলার শ্রেষ্ঠ ওসি সত্যরঞ্জন


এছাড়াও তিনি মোটরসাইকেল সহকারে মিছিল ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন, যা 'সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮' এর ৭ এবং ৮ নম্বর বিধি লঙ্ঘনের শামিল। 


এ বিষয়ে তার বিরুদ্ধে কেনো আইনগত ব্যবস্থা গ্রহণসহ বাংলাদেশ নির্বাচন কমিশ নে প্রতিবেদন পাঠানো হবে না সে মর্মে ২৫ ডিসেম্বরের মধ্যে তাকে অ থবা তার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে নির্বাচনী অনুসন্ধান কমিটির ব রাবর কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হয়।


আরও পড়ুন: ভোলার গ্যাস ঢাকায়


কারণ দর্শানো নোটিশের বিষয়ে ভোলা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মেজর ( অব:) জসিম উদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন অনুসন্ধান কমিটি আমাকে যে নোটিশ করেছেন আমি তার লিখিত জবাব দিয়েছি।


আরএক্স/