Logo

জবি ছাত্রদলের মিছিলে পুলিশের বাধা

profile picture
জনবাণী ডেস্ক
২৫ ডিসেম্বর, ২০২৩, ০১:৫৭
43Shares
জবি ছাত্রদলের মিছিলে পুলিশের বাধা
ছবি: সংগৃহীত

মিডফোর্ড এলাকায় বিক্ষোভ মিছিল করতে সক্ষম হলেও পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়।

বিজ্ঞাপন

মিজান উদ্দিন মাসুদ, জবি প্রতিনিধি: বিএনপির ডাকা সারাদেশে ১২ দফা অবরোধের সমর্থনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। এসময় মিছিলে পুলিশ বাধা দেয়।

রবিবার (২৪ ডিসেম্বর) সকাল ৭.২০ টায় জবি ছাত্রদলের সভাপতি মো: আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মিছিলটি প্রথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ গেট সংলগ্ন পাটুয়াটুলি রাস্তায় করার কথা থাকলেও পুলিশের হামলার কারণে মিছিলটি ভঙ্গ হয়ে যায়, দ্বিতীয়বার ইসলামপুর করতে চাইলে টহল পুলিশের বাঁধার মুখে পরে। এর পরে তৃতীয়বার মিডফোর্ড এলাকায় বিক্ষোভ মিছিল করতে সক্ষম হলেও পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়।

 

বিজ্ঞাপন

মিছিল ব্যাপারে জবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, এই অবৈধ সরকার তাদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতে, একদলীয় নির্বাচনের যে নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে, তা বাংলাদেশের জনগণ কোনোভাবেই মেনে নিবে না। বাংলাদেশের ১৮ কোটি জনগণকে সাথে নিয়ে বিএনপি সহ সকল বিরোধী দলের ১ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে যে অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হয়েছে, এই অসহযোগ আন্দোলনের মাধ্যমে, অবৈধ সরকারের বানরের ভাগাভাগির নির্বাচন যেকোন মূল্য প্রতিহত করা হবে। 

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের সহ সভাপতি এম এ ফয়েজ,জুলকার নাইন, শামিম হোসেন, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রুমি, মো: ওয়াহিদুজ্জামান তুহিন, ইয়াকুব শেখ অনিক, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, আরিফুল ইসলাম আরিফ, মেহেদী হাসান অর্নব, আসিফুর রহমান আসিফ, সমাজ সেবা সম্পাদক রবিন মিয়া শাওন, স্বাস্থ্য সম্পাদক রায়হান হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক রবিউল ইসলাম শাওন, সহ প্রচার সম্পাদক মেহেদী হাসান সহ সাংগঠনিক সম্পাদক মামুন জামান, ফয়সাল মুরাদ, আয়াত, সদস্য রায়হান, আনোয়ারসহ অন্যান্য নেতা-কর্মীদ্বয়।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD