মাধবপুরে ট্রেনের বগি লাইনচ্যুত


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৩৫ পিএম, ২৪শে ডিসেম্বর ২০২৩


মাধবপুরে ট্রেনের বগি লাইনচ্যুত
ট্রেনের বগি লাইনচ্যুত। ছবি: জনবাণী

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এতে অন্য কোনো ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে না।


রবিবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের মনতলা স্টেশনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের মাস্টার (গ্রেড-৪) গৌর প্রসাদ দাশ।


আরও পড়ুন: মঙ্গলবার রংপুর যাচ্ছেন শেখ হাসিনা


তিনি জানান, তেলবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে শ্রীমঙ্গল যাচ্ছিল। পথে সামান্য ত্রুটির কারণে ট্রেনের পেছনের বগিটি লাইনচ্যুত হয়। তবে ট্রেনটি তৃতীয় লাইনে আটকা পড়ায় এতে অন্য কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় হয়নি। বগিটি উদ্ধার করে নিয়ে যাওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।


আরএক্স/