হাদিসুরের মরদেহ দেশে আসছে রবিবার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২

ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলার ঘটনায় নিহত হাদিসুর রহমানের মরদেহ রবিবার দুপুরে রোমানিয়া থেকে ঢাকায় আনা হবে।
শুক্রবার (১১ মার্চ) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসাইন।
সাখাওয়াত হোসাইন বলেন, ‘রবিবার রাত ৮টার দিকে টার্কিশ এয়ারলাইন্সে হাদিসুরের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।’
এর আগে, গত বুধবার (৯ মার্চ) দুপুরে দেশে ফেরেন বাংলার সমৃদ্ধি জাহাজের বেঁচে যাওয়া বাকি ২৮ জন নাবিক। তখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ উইংয়ের মহাপরিচালক সিকদার বদিরুজ্জামান জানান, হাদিসুর রহমানের মরদেহ খুব শিগগিরই দেশে নিয়ে আসার জন্য কাজ করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২ মার্চ রকেট হামলায় ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান। এরপর বেঁচে যাওয়া বাকি ২৮ নাবিক এবং হাদিসুরের মরদেহ একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় উদ্ধার করা হয়।
ওআ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

এনসিপি কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ, আহত ১ জন

ফেনীসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যায় জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান

রোজার আগে জাতীয় নির্বাচন হতে পারে: প্রেস সচিব

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার
