ঢাবি শতবর্ষের মিলনমেলা শুরু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ঢাবি শতবর্ষের মিলনমেলা শুরু

‘বাংলাদেশের পথযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’ স্লোগানকে সামনে রেখে বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আ্যলামনাই অ্যাসোসিয়েশনের শতবর্ষের মিলনমেলা অনুষ্ঠান শুরু হয়েছে।

শনিবার (১২ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মিলনমেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রবীণতম শিক্ষার্থী মতিউল ইসলাম। 

এ সময় অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ, মহাসচিব রঞ্জন কর্মকারসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।


জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের পরে বেলুন ওড়ানোর মাধ্যমে মিলনমেলা উদ্বোধন করা হয়। এরপর মূল অনুষ্ঠানপ্রাঙ্গনে শত শিল্পীর লাইভ অর্কেস্ট্রা, সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রসাশন) ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ কে এম মাকসুদ কামাল, বিশ্ববিদ্যালয়ের অ্যালামানই অ্যাসোসিয়েশনের সভাপতি একে আজাদ, ঢাবি শিক্ষক সমিতির সদস্যবৃন্দসহ অন্যান্য অতিথিবৃন্দ।

ওআ/