মধ্যরাতে হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্য আহত


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:০১ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৫


মধ্যরাতে হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্য আহত
ছবি: প্রতিনিধি

রাজধানীর হাতিরঝিল এলাকায় প্রাইভেট কার ও মোটরসাইকেল সংঘর্ষে টহলরত আনসার সদস্য গুরুতর আহত হয়েছেন। আহত আনসার সদস্যের নাম মো. আশরাফুল ইসলাম।

শনিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে হাতিরঝিল সংলগ্ন মধুবাগ ব্রিজের পশ্চিম পার্শ্বে দুর্ঘটনা ঘটে। 


আরও পড়ুন: মেট্রোর দরজায় আটকা দুই নারী, অতঃপর যা ঘটল


জানা যায়, রাতে হাতিরঝিল এলাকায় সড়ক ভবন সংলগ্ন মধুবাগ ব্রিজের পশ্চিম পার্শ্বে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো ঘ ১৫-৮৯৮৮) গাড়িটি মোটরসাইকেলে টহলরত আনসার সদস্য এপিসি মো. আশরাফুল ইসলামকে পিছন থেকে ধাক্কা দেয়।


এতে গুরুতর আহত আনসার সদস্যকে প্রথমে স্থানীয় সমরিতা হাসপাতালে নেওয়া হলে তার শরীরের অবস্থা দ্রুত অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন। 


আরও পড়ুন: রাজধানীর ৬ স্থানে চালু হচ্ছে জনতার বাজার, নাগালের মধ্যেই মিলবে নিত্যপণ্য


রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদর দপ্তরের নির্বাহী প্রকৌশলী ইন্জিনিয়ার আবু সাঈদ জানান, হাতিরঝিলে টহলরত আনসার সদর আহত হয়েছেন এবং মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে। আহত আনসার সদস্যকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং প্রাইভেট কারটি হাতিরঝিল থানা পুলিশের হেফাজতে রয়েছে। দুর্ঘটনাস্থলে রাস্তার লোহার ব্যরিকেটসহ ঝাউগাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। 


এসডি/