রাজধানীর ৬ স্থানে চালু হচ্ছে জনতার বাজার, নাগালের মধ্যেই মিলবে নিত্যপণ্য

মতবিনিময় সভায় এই ঘোষণা দেন ঢাকা জেলা প্রশাসন
বিজ্ঞাপন
নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজারমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং মানুষের জীবনে স্বস্তি ফেরাতে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে জনতার বাজার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার জাকের ডেইরি ফার্ম সংলগ্ন সরকারি মাঠে এক মতবিনিময় সভায় এই ঘোষণা দেন ঢাকা জেলা প্রশাসন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসক তানভীর আহাম্মেদ বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই সরাসরি কৃষক ও ভোক্তাদের সংযোগ স্থাপনের জন্য একটি বিশেষ ধরণের বাজার চালু করা হবে। এ বাজারে মাছ, মাংস, দুধ, ডিম ও সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সাশ্রয়ী মূল্যে সরবরাহ করা হবে।
তিনি বলেন, আমাদের লক্ষ্য, মধ্যস্বত্বভোগীদের হাত এড়িয়ে কৃষক ও ভোক্তাদের মধ্যে সরাসরি সম্পর্ক স্থাপন করা। এতে পণ্যের দামও নিয়ন্ত্রণে থাকবে আশা করছি। আমরা প্রাথমিকভাবে ঢাকার ছয়টি স্থানে এ ধরনের বাজার চিহ্নিত করেছি। পর্যায়ক্রমে এর পরিসর আরও বাড়ানো হবে।
বিজ্ঞাপন
বাজার ব্যবস্থাপনার জন্য সরকারি জায়গায় অবকাঠামো নির্মাণ করে স্থানীয় উদ্যোক্তা, শিক্ষার্থী ও বেকার যুবকদের সম্পৃক্ত করা হবে। শুধুমাত্র খুচরা বিক্রির ব্যবস্থা থাকবে এবং পণ্য ক্রয়ের জন্য একটি নির্ধারিত মূল্য তালিকা অনুসরণ করা হবে। ক্রেতারা ডিজিটাল পদ্ধতিতে টাকা পরিশোধ করে একটি কোড পাবেন, যা দেখিয়ে পণ্য সংগ্রহ করতে পারবেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আমরা চাই এই বাজারের মাধ্যমে ন্যায্যমূল্যে খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করে বাজার মনিটরিং করা।
বিজ্ঞাপন
সরকারের কৃষি বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই উদ্যোগে সহযোগিতা করবে।অংশগ্রহণকারী সকলের মতামত ও সহযোগিতা কামনা করে ঢাকা জেলা প্রশাসক বলেন, এই উদ্যোগ সফল করতে আপনাদের পরামর্শ ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন, একসঙ্গে কাজ করে আমরা এটি বাস্তবায়ন করি।
বিজ্ঞাপন
এমএল/








