সেনাবাহিনীর অধীনে ভোট চেয়ে আবারও রিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৯ অপরাহ্ন, ২৭শে ডিসেম্বর ২০২৩
সংসদ ভেঙে দিয়ে বিচারিক ক্ষমতাসহ সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ভোট চেয়ে আবারও একটি রিট দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এই রিট করেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল। রিটের পক্ষের আইনজীবী হলেন শিব্বির আহমেদ।
বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি বিশ্বজিত দেবনাথের হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনের ওপর শুনানি হতে পারে।
রিট আবেদনে নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করে নিয়োগ দেয়ার নির্দেশনা চাওয়া হয়। ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান ইমাম হায়াত হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।
রিটে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ সচিব, মন্ত্রী পরিষদ সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) বিবাদী করা হয়।
আরও পড়ুন: শাহজাহান ওমরের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট
এর আগে ২০ ডিসেম্বর তাদের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেয় হাইকোর্ট। বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি বিশ্বজিত দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আরও পড়ুন: শ্রম আদালতে নোবেলজয়ী ড. ইউনূস
ওইদিন রিটের পক্ষের আইনজীবী বলেছিলেন, “নির্বাচন কমিশনকে লিগ্যাল নোটিশ না পাঠিয়ে সরাসরি রিট দায়ের করায় হাইকোর্ট রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন। এ কারণে গত ২১ ডিসেম্বর নির্বাচন কমিশনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। এরপর আজ ফের রিট দায়ের করা হলো।”
উল্লেখ্য, গেল ৮ মে উচ্চ আদালতের নির্দেশে রাজনৈতিক দল হিসেবে ইসির নিবন্ধন পাওয়া দল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ।
জেবি/এসবি