‘বিএনপি ভোটে বিশ্বাস করে না বলেই ভোটারদের কেন্দ্রে যেতে নিষেধ করছে’


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২৩


‘বিএনপি ভোটে বিশ্বাস করে না বলেই ভোটারদের কেন্দ্রে যেতে নিষেধ করছে’
আইনমন্ত্রী আনিসুল হক। ছবি: জনবাণী

বিএনপি ভোট না দিয়ে পাস করার সংস্কৃতিতে বিশ্বাস করে বলেই ভোটারদের কেন্দ্রে যেতে নিষেধ করছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। 


বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) আখাউড়ার উত্তর ইউনিয়নের চানপুর মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এমন্তব্য করেন। 


আরও পড়ুন: জনগণ নির্বাচনে উৎসাহ নিয়ে অংশগ্রহণ করতে চায়: আইনমন্ত্রী


বিএনপির সমালোচনা করে আনিসুল হক বলেন, ‘খালেদা জিয়া ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি জনগণের কোন অংশগ্রহণ ছাড়াই ভোট করেছিলেন। যেহেতু জনগণের অংশীদারিত্ব ছিল না, সেহেতু দেড় মাসের মধ্যে তাকে পদত্যাগ করতে হয়েছিল। তারা যেহেতু ভোট না দিয়ে পাস করা সংস্কৃতিতে বিশ্বাস করে, সেজন্যে আপনাদের এখন বলছে ভোট দিতে যাইয়েন না।’ 


তিনি বলেন, একটা কুচক্রী মহল নির্বাচন বর্জন করেছে। নির্বাচন বর্জন করেই ক্ষান্ত হয় নাই, তারা এখন চেষ্টা করছে মানুষকে বলার জন্য ভোট কেন্দ্রে না যেতে। বিএনপি-জামায়াত যখন নির্বাচন করতো আমরা দেখেছি, ভোটারবিহীন হ্যাঁ/না ভোট, কেউ যায় নাই। 


আইনমন্ত্রী বলেন, আমরা দেখেছি ১৯৭৯ সালে ব্যালট বাক্স ভর্তি ভোট, ১৯৮৬ সালে, ১৯৮৮ সালেও আমরা দেখেছি, ওইরকম ব্যালট বাক্স ভর্তি করা ভোট, এরশাদ এবং জিয়াউর রহমানের সময়ে হয়েছিলো। সে সময় এখন নেই। 


আরও পড়ুন: দেশের ভোট পর্যবেক্ষণ করবেন ২০ হাজার ৭৭৩ জন


তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি আপনারা আপনাদের অধিকার সম্পর্কে জ্ঞাত আছেন। আপনারা আপনাদের প্রতিনিধি নির্বাচিত করতে চান, আপনারা কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আপনাদের প্রতিনিধি নির্বাচিত করবেন। 


আখাউড়া উত্তর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নান্নু মিয়ার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহানসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।


আরএক্স/