ব্যাংকে লেনদেন বন্ধ আজ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৫৯ অপরাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৩


ব্যাংকে লেনদেন বন্ধ আজ
ফাইল ছবি

আজ ৩১ ডিসেম্বর,  ব্যাংক হলিডে। এদিন ব্যাংকে সব ধরনের লেনদেন কার্যক্রম বন্ধ থাকবে। যার ফলে শেয়ারবাজারের লেনদেনও হবে না। তবে আর্থিক হিসাব মেলাতে সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে। 


লেনদেন বন্ধ থাকলেও ব্যাংক হলিডেতে গ্রাহকেরা কার্ডের মাধ্যমে নির্দিষ্ট সীমার মধ্যে টাকা উত্তোলন করতে পারবেন। ব্যাংক হলিডেতে বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য ব্যাংকে গ্রাহকের সঙ্গে লেনদেন বা দাফতরিক কার্যক্রম পরিচালনা করা হয় না। 


আরও পড়ুন: ইবিএল-নিটোল ইন্স্যুরেন্স চুক্তি


ব্যাংক হলিডেতে ব্যাংকগুলো বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব এক করে বার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করা হয়। আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করার জন্য বার্ষিক হিসাবনিকাশ শেষ করতে প্রতি বছর দুই দিন ব্যাংক হলিডে থাকে । অর্থবছরের প্রথম দিন ১ জুলাই এবং পঞ্জিকা বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর।


জেবি/এসবি