বায়তুল মোকাররমে র্যাব ও পুলিশ মোতায়েন

সকাল থেকে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটসহ আশপাশের এলাকায় বিপুল পরিমাণ র্যাব ও পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
বিজ্ঞাপন
ইসলামী আন্দোলন বাংলাদেশেরকর্মসূচি ঘিরে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটসহ আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
রবিবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটসহ আশপাশের এলাকায় বিপুল পরিমাণ র্যাব ও পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
বিজ্ঞাপন
পূর্বঘোষণা অনুসারে, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন বাতিল, বর্তমান সংসদ ভেঙে দেওয়া এবং নতুন শিক্ষা কারিকুলাম পরিবর্তনের দাবিতে আজ (রবিবার) রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশ করবে দলটি। এ জন্য সকাল থেকেই বায়তুল মোকাররম এলাকায় ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।
বিজ্ঞাপন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল জোনের অতিরিক্ত ডেপুটি কমিশনার গোলাম রুহানি জানান, সহিংসতার কোনো আশঙ্কা নেই, তারপরেও নির্বাচন সামনে রেখে নিরাপত্তায় জোরদার করা হয়েছে। দলটির কেন্দ্রীয় নেতারা আসলে বিষয়টি নিয়ে আলোচনা করব।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত নির্বাচনী প্রচারণা চলবে। ভোটগ্রহণ ২০২৪ সালের সাত জানুয়ারি।
জেবি/এসবি