দুর্নীতি বাংলাদেশে আছে, সেটা অস্বীকার করার সুযোগ নেই: পরিকল্পনা মন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


দুর্নীতি বাংলাদেশে আছে, সেটা অস্বীকার করার সুযোগ নেই: পরিকল্পনা মন্ত্রী

দুর্নীতি বাংলাদেশে আছে সেটা অস্বীকার করার সুযোগ নেই।  তবে হ্যাঁ কোনখাতে দুর্নীতি হচ্ছে সেটার অভিযোগ পেতে হবে, সাক্ষী পেতে হবে তবেই তাদের বিচার হবে।

শনিবার (১২ মার্চ) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৪ তলা আইসিটি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এ কথা বলেন।

তিনি বলেন, ‘মির্জা ফখরুল গত ১০ থেকে ১২ বছর ধরে যখন দেখছেন আমরা দেশকে পরিবর্তন করে ফেলেছি, উনি এখন বিদ্যুতের নিচে ২৪ ঘণ্টা বাস করে, ডিজিটাল বাংলাদেশে বাস করে, ঘর থেকে বের হলেই সুন্দর রাস্তা পেয়েছেন। আগে উনারদের সময়ে এসি চলতো না এখন উনি এসির নিচে বসে উল্টা পাল্টা কথা বলে উনি আওয়ামীলীগ সরকারকে নিয়ে।’ 

তিনি আরো বলেন, ‘বিচার করার ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেই, বিচার করার ক্ষমতা আদালতের। সুতরাং, যারাই বাংলাদেশে দুর্নীতি করবে তাদের আইনের আওতায় আনা হবে। দ্রব্যমূল্যে শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে বাড়ছে, সরকার দ্রব্য মূল্যে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে কবে নাগাদ দ্রব্য মূল্যে নিয়ন্ত্রণে আসবে সেটা বলার ক্ষমতা আমার নেই।তবে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে আনতে সরকার কিছু কৌশল গত কাজ করছি।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা ও প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী শামসুল আরেফিন, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুক্তাদীর হোসেন, মন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, সুরমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম প্রমুখ।

এসএ/