ন্যাশনাল ব্যাংকের নতুন ডিএমডি হলেন শেখ আকতার উদ্দিন আহমেদ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:১৪ অপরাহ্ন, ১লা জানুয়ারী ২০২৪


ন্যাশনাল ব্যাংকের নতুন ডিএমডি হলেন শেখ আকতার উদ্দিন আহমেদ
শেখ আকতার উদ্দিন আহমেদ - ফাইল ছবি

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন শেখ আকতার উদ্দিন আহমেদ। 


বুধবার (২৩ ডিসেম্বর) তিনি পদোন্নতি পান।  ইতিপূর্বে তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও মানবসম্পদ বিভাগের প্রধানের দায়িত্বে ছিলেন। 


শেখ আকতার উদ্দিন আহমেদ ১৯৯৮ সালে ন্যাশনাল ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। ২৫ বছরের দীর্ঘ এই ব্যাংকিং কর্মজীবনে তিনি ফরেন এক্সচেঞ্জ অপারেশন্স, ক্রেডিট অপারেশন্স, ফরেন রেমিটেন্স, জেনারেল ব্যাংকিং সহ ওভারসিজ অপারেশন্স এর গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।


আরও পড়ুন: আইএফআইসি ব্যাংকের দনিয়া শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ


বিশেষত, দীর্ঘ এক যুগ তিনি মালয়েশিয়ায় এনবিএল মানি ট্রান্সফার এসডিএন বিএইচডি এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। শেখ আকতার উদ্দিন আহমেদ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।


আরও পড়ুন: গ্রীন ডেল্টার সঙ্গে ব্যাংকাশিউরেন্সের চুক্তি স্বাক্ষর করেছে ইবিএল


এছাড়া তিনি দেশে-বিদেশে অনেক পেশাগত প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক।


জেবি/এসবি